Header Ads

Header ADS

প্রকাশিত হল মেহেদী হাসান এর প্রথম গ্রন্থ হিরণ্ময় ভালোবাসা

লেখক মেহেদী হাসান এর একটি ছোট গল্পের বই প্রকাশ পেয়েছে ২০১৯এর বই মেলায় ।



 বইটি প্রকাশ পেয়েছে : প্রিয় বাংলা, প্রকাশনি হতে।  . প্রচ্ছদ শিল্পী: লিমন মেহেদী . প্রকাশনীর স্টল: ৩৫০ নম্বর ।. বইয়ের মুদ্রিত মূল্য: ১৯০ টাকা  ।বইটিতে থাকছে দশটি গল্প। "আদর্শ" ও "অব্যক্ত কথা" মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি গল্প। মা ও মেয়ের সংগ্রামের গল্প "লাইট এণ্ড লিরিকস"। কিছু ভালোবাসা বাস্তবকেও হার মানায়, তেমনি অমূল্য ভালোবাসার গল্প "হিরণ্ময় ভালোবাসা"। নিম্ন মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন ও মেধাবী মেয়ের গল্প "সেই দুপুরে বৃষ্টি হয়েছিল"। অন্ধকার কুয়াশা ভেদ করে এগিয়ে যাওয়া কিশোরীর গল্প "অন্যরকম কুয়াশা"। "যে গল্পের শেষ পৃষ্ঠা নেই" গল্পের মাঝেই আছে নামের রহস্য। থাকছে "ভালোবাসার সৌরভ", "চাঁদের হাসি" ও "চিরদিন রবে আখিঁপল্লবে"।
  হিরণ্ময় ভালোবাসা"র দশটি গল্প সাদামাটা জীবনের অসাধারণ কিছু ঘটনার। কিছুটা জাগরণের, মুক্তির এবং সর্বোপরি ভালোবাসার।



 লেখক পরিচিতি মেহেদী হাসান। পিতা: মো: আব্দুল কুদ্দুস, মাতা: মোসা: সাজেদা খাতুন। রাজশাহী জেলায় জন্ম। দুইভাইয়ের মধ্যে তিনি বড়। রাজশাহী গভ: ল্যাবরেটরী হাই স্কুলে শৈশব এবং নিউ গভ: ডিগ্রী কলেজের কৈশোর পেরিয়ে দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে ভর্তি হন। সেখানে কৃষি অনুষদ থেকে স্নাতক এবং কৃষিতত্ত্ব বিভাগে স্নাতোকোত্তর করেছেন। সেই ছোটবেলায় লেখালেখিতে হাতেখড়ি। তবে প্রথমদিকে লেখা প্রকাশে বেশ অনীহা ছিলো তার। অবশেষে স্কুল ম্যাগাজিনে ছাপা হয় ছোটগল্প "অনুভবে নির্ঝর"। এই লেখাটির মাধ্যমে প্রধান শিক্ষকের বেশ অনুপ্রেরণা পান তিনি।এরপর বিভিন্ন দৈনিক পত্রিকা ও মাসিক সাহিত্য পাতায় নিয়মিত লেখা প্রকাশ হতে থাকে। পরবর্তীতে বিভিন্ন যৌথগ্রন্থে তার কবিতা, ছোটগল্প, রূপকথা প্রকাশ পায়। ভালোবাসেন বই পড়তে। পদচারণা আছে আবৃত্তি, বিতর্ক, অভিনয় ও ছবি আঁকাতে। ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় "সাহিত্য সংঘ" এর সাধারণ সম্পাদক। প্রিয় বাংলা প্রকাশনীর পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আসছে লেখকের ছোটগল্পের একক বই "হিরণ্ময় ভালোবাসা"। স্বপ্ন দেখেন সুস্থধারার লেখনীতে প্রাণ ফিরে পাবে বাংলাদেশ।   

মন্তব্য ঃ নবিন লেখক হিসেবে একজন উজ্জল মানুষ তিনি ।আমরা এই গুণী লেখকের উজ্জল  আগামীর কামনা করি । তার লেখা ছড়িয়ে যাক মানুষের মনে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.