Header Ads

Header ADS

কবি

কবি পরিচিতি ঃ আবদুল্লাহ আল মামুন ----- পিতা -গিয়াস্ উদ্দিন, জন্ম৩০ শে আগষ্ট ১৯৯৬। বাড়ি ত্রিশাল, ময়মনসিংহ। যখন ৫ ম শ্রেনীতে পড়েন তখন থেকেই ছড়া, কবিতা, লেখালেখির যাত্রা শুরু। এখন বি বি এ অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। প্রিয় কাজ লেখালেখি। । বর্তমানে গুলকি বাড়ি আনন্দমোহন কলেজ ( সংলগ্ন) ময়মনসিংহ সদর, ময়মনসিংহ বসবাস করছেন। অবসরে লিখছেন মনের খেয়ালে।।তার কবিতা রংধনু সাহিত্য পত্রিকাতে প্রকাশ পায় ২০১১সালে।তিনি বিভিন্ন ব্লগে কবিতা লিখে থাকেন। ২০০৫-এ প্রথম বিদ্যালয়ের ম্যাগাজিনে ছড়া প্রকাশ পায়। এর পর রংধনু সাহিত্য পত্রিকা ও অন্যান্য। প্রিয় স্যার ও বন্ধু জহুরুল ইসলাম লিখন এর প্রেরণা।দুটিযৌথ কাব্য সংকলন চেতনায়৭১ ও #জীবনের_যত_কাব্য আর প্রকাশ হয়েছে **কবিতার কবি। গ্রন্থ কবিতায় বঙ্গবন্ধু """ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.