প্রেমের কবিতা অনেক হয়েছে, আসুন রাজনীতি করি
প্রেমের কবিতা অনেক হয়েছে, আসুন রাজনীতি করি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
প্রেম তো অনেক করলে যুবক, এখন রাজনীতি করে দেখো।
প্রেমের কবিতা অনেক তো লিখেছো, এখন রাজনীতিতে এসে দেখো।
চারদিকে ভোটের হাওয়া।
নির্বাচনের পাল উঠেছে,
হাওয়ায় তালে স্রোত জেগেজে।
কবিতাতো অনেক লেখা আছে।
ভরে গেছে লাইব্রেরী,
গ্রন্থমেলা গ্রন্থে পরিপূর্ণ, ।
আর কতো কবিতা দিয়ে দখল করতে চাও কবিতার বাজার?
রাজনীতি আজ ব্যবসায়ীদের হাতে জিম্মি।
পার্লামেন্ট যেনো নাটকের মঞ্চ।
প্রেমের কবিতা দিয়ে কি হবে কবি?
কবিতা যদি লিখতেই হয়,
আসো রাজনীতির মাঠে।
দেশের মাঠে আসো।
পালিয়ে থেকে, বিদেশ থেকে লেখা পাঠিয়ে নয়।
দেশপ্রেম দেখাতে যদি চাও।
মায়ের কাছে চলে এসো, এই বাঙলা মায়ের কাছে।
ভয় কেন?
চলে এসো
প্রেমের কবিতা অনেক হয়েছে কবি।
আসুন রাজনীতি করি।
এই দেশে রাজনীতি করতে নীতি লাগেনা।
রাজাও লাগেনা, প্রজাও লাগেনা।
রাজার নীতি, আপন প্রীতি,
আপনারে বানাইয়া লইবেন সম্পদের সাথি।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০০
প্রেমের কবিতা অনেক তো লিখেছো, এখন রাজনীতিতে এসে দেখো।
চারদিকে ভোটের হাওয়া।
নির্বাচনের পাল উঠেছে,
হাওয়ায় তালে স্রোত জেগেজে।
কবিতাতো অনেক লেখা আছে।
ভরে গেছে লাইব্রেরী,
গ্রন্থমেলা গ্রন্থে পরিপূর্ণ, ।
আর কতো কবিতা দিয়ে দখল করতে চাও কবিতার বাজার?
রাজনীতি আজ ব্যবসায়ীদের হাতে জিম্মি।
পার্লামেন্ট যেনো নাটকের মঞ্চ।
প্রেমের কবিতা দিয়ে কি হবে কবি?
কবিতা যদি লিখতেই হয়,
আসো রাজনীতির মাঠে।
দেশের মাঠে আসো।
পালিয়ে থেকে, বিদেশ থেকে লেখা পাঠিয়ে নয়।
দেশপ্রেম দেখাতে যদি চাও।
মায়ের কাছে চলে এসো, এই বাঙলা মায়ের কাছে।
ভয় কেন?
চলে এসো
প্রেমের কবিতা অনেক হয়েছে কবি।
আসুন রাজনীতি করি।
এই দেশে রাজনীতি করতে নীতি লাগেনা।
রাজাও লাগেনা, প্রজাও লাগেনা।
রাজার নীতি, আপন প্রীতি,
আপনারে বানাইয়া লইবেন সম্পদের সাথি।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০০
দারুণ নিমন্ত্রণ, চমৎকার কথামালায় সাজিয়েছেন কবিতা, ভালো লাগলো ভাই।
উত্তরমুছুনধন্যবাদ প্রিয়
মুছুন