Header Ads

Header ADS

ভোরের চায়ে

ভোরের চায়ে
=====≠=====




ভোরের চায়ে আমি এক মধুর স্বপ্ন দেখি।
ভোরের চায়ে আমি তোমাকে খুঁজি,
তোমাকে দেখি শান্ত চায়ের কাপে।






এক কাপ উষ্ণ চায়ে,
তোমার আদ্র ছোয়া পাই খোঁজে।
এক কাপ গরম চায়ের স্পর্শে।
তোমার ঠোটের স্পর্শ পাই খোঁজে।




ভালোবাসা মাখা এক কাপ উষ্ণ চা।
তোমার আদর মাখা আবেগ জেগে উঠে।




জেগে উঠে আমার ব্রহ্মপুত্র নদের যৌবনা।
জেগে উঠে আমার শৈশবের বানারের উষ্ণ আবেগ।




ভালোবাসা মাখা সকাল গুলো।
এক কাপ চায়ে।
চায়ের সুমিষ্ট ঘ্রাণে,
তোমার ঘ্রাণ খুঁজে পাই।




ভালোবাসার আবেগি স্পর্শে,
বারবার জেগে উঠে মন।
এক চুমুক চায়ের স্পর্শে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.