শ্রেষ্ঠ বাঙ্গালি
শ্রেষ্ঠ বাঙ্গালি
~~~~~~
মোঃ আব্দুল্লাহ আল মামুন
***
সেদিন কিছু মানুষ অধিকার চেয়েছিল ।
চেয়েছিল এক হতে,
একটা মাথার ছাদ চেয়েছিল ।
চেয়েছিল নিজের দেশে ,
নিজের ঘরে বাস করতে শান্তিতে।
চারদিকে ছিল না কোন শান্তি
কে দেখাবে তাদের স্বপ্ন,?
একটা প্রশ্ন বার বার করেছিল বাঙ্গালিরা ।
সেই সিরাজউদ্দৌলার পরাজয়ের পর।
একটা জয় বার বার চেয়েছে ,
এই রাখাল গুলো,
এই বাংলার কৃষকগুলো,
আমার মা বোন, পিতা ,
সবার চাওয়া ছিল একটা স্বাধীনতা
৪০এল সময় এল ৪৭এর
আমরা কিছু পেয়েও হারালাম সব।
পাকিস্তানের চক্রান্তের কাছে,
বার বার এই বাঙ্গালিরা অবহেলা পেলো।
কত চাওয়া ছিল এই বাংলার মানুষের ,
অবশেষে একজন স্বপ্ন গড়ল।
একটা বাস্তব স্বপ্ন,
একটা স্বাধীন স্বপ্ন দিলো এই মানুষকে।
সে টুঙ্গিপাড়ার এক যুবক।
নাম তার মুজিব।
কোন মন্তব্য নেই