Header Ads

Header ADS

অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রেমের কবি ইকবাল হোসেন রোমেছ এর একক রোমান্টিক কাব্যগ্রন্থ ' তুই '

প্রকাশিত হল অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রেমের কবি ইকবাল হোসেন রোমেছ এর একক রোমান্টিক কাব্যগ্রন্থ ' তুই ' ।

আজই সংগ্রহ করুন আপনার বইটি, পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যান ত্রয়ী প্রকাশনীর স্টল নং - ৩৯২ / ৩৯৩ লেখক ফোন :- ০১৯৮২০৫৮৬৮০ প্রকাশিত :- পান্ডুলিপি প্রকাশ শুভেচ্ছা মুল্য :- ১৫০ টাকা।




লেখক পরিচিতঃ কাব্যগ্রন্থ ‘তুই” লেখক ইকবাল হোসেন রোমেছ। নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গনে স্বভাব সূলভ প্রতিবাদী চেতনা আর প্রেম উচ্ছ্বাসে যার কলমের শব্দমালায় হয়ে উঠে ছড়া, কবিতা কিংবা গান। আমাদের নারায়ণগঞ্জে বর্তমান সময়ের যে কজন তরুণ লেখক আবির্ভূত হয়েছেন যার মধ্যে প্রচন্ড জানা দেখা শেখা ও লেখার পরিস্ফুটন আগ্রহ রয়েছে যে আগ্রহ আমাদের বিস্মিত করে, সে তরুণ প্রতিভা দীপ্ত লেখকের নাম ইকবাল হোসেন রোমেছ। অতটুকুন বয়সী একজন নবীণ লেখক ইকবাল হোসেন রোমেছ সাহিত্যকে পরম মমতায় নিজের বুকে ধারন ও লালন করে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সাহিত্যাঙ্গনে প্রতিনিয়ত নতুনভাবে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে নানান রূপে। আমরা সেই এগিয়ে যাবার পথে নতুন নতুন অনেক কবি ছড়াকারের আবির্ভাব ঘটতে দেখি। আবির্ভূত সে সব লেখকের কারো কারো হাত থেকে আমরা পেয়ে যাই আমাদের অমূল্য রতন। কাব্য ভাবুক লেখক ইকবাল হোসেন রোমেছ তেমনই একজন কবি ও ছড়াকার। তাকে পুলকিত করে ভাবনায় উদাস বানিয়ে দেয় শরতের আকাশে সাদা মেঘের ভেলা, নদীর ধারে কাঁশবন,সাগর গর্জনে নীল ঢেউ, পাহাড়ের ঝর্ণা,নদীর স্রোত আর একটানা বৃষ্টির রুমঝুম শব্দ। আর তখনই মনের ক্যানভাসে জমা হতে থাকে ছন্দের শব্দমালা। যা মনের মাধুরীতে প্রকাশ পায় সাদা কাগজে পান্ডুলিপির রূপে পাঠক সমাঝ মাঝে। ১৯৯০ সালের ২৬ নভেম্বার নারায়ণগঞ্জ এর পশ্চিম দেওভোগ মিয়াপাড়া ইকবাল হোসেন রোমেছ এর জন্ম। মা মোসাম্মাৎ হাজেরা বেগম, বাবা মোহাম্মদ নুরুল ইসলাম। তিন ভাই এক বোনের মধ্যে ইকবাল হোসেন রোমেছ মেঝো। তার পৈত্রিক নিবাস কুমিল্লার সাপমারা গ্রামে হলেও নারায়ণগঞ্জের আলো বাতাসে তার বেড়ে উঠা। নারায়ণগঞ্জের দেওভোগ হাজী উজির আলী বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। ২০১২ সালে বন্ধু ছড়াকার রুহুল আমিন এর হাত ধরে সাহিত্যাঙ্গনে তার প্রবেশ। সমসাময়িক রোমান্টিক লিখিয়ে কবি ইকবাল হোসেন রোমেছ অনলাইন এ ‘মহাবিশ্বের কবিতা ডটকম নামক সাইটের সাহিত্য সম্পাদক এর দায়িত্বে সাহিত্য সেবা করে আসছে। জাতীয় দৈনিক সহ স্থানীয় পত্রিকা, সাহিত্য ম্যাগ ও সংকলন গুলোতে তার লেখা ধারাবাহিক ভাবে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। ২০১৭ সালে কবিতায় বিশেষ অবদানের জন্য ঘাঁসফুল সাহিত্য সম্মাননা পদক লাভ করে। কবি ইকবাল হোসেন রোমেছ বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে উদার চিত্তে নিজেকে সম্পৃক্ত রেখেছে। সে একজন কন্ঠ শিল্পী, মডেলার, নাট্যাভিনেতা ও বটে। ফতুল্লায় প্রতিষ্ঠিত মার্ক সঙ্গীত একাডেমী থেকে সঙ্গীতের তালিম নিচ্ছে। তরুন লেখক ইকবাল হোসেন রোমেছ কবিয়াল সাহিত্য সাংস্কৃতিক পর্ষদ এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এর দায়িত্বে আছে এবং জাতীয় মাসিক আদমজী নগর সাহিত্য পত্রিকার প্রচার সম্পাদকের দায়িত্ব ও নিয়মিত পালন করে আসছে। আমি জীবনমূখী প্রতিবাদী ও ভাবুকপ্রেমী শব্দ সৈনিক কবি ছড়াকার ইকবাল হোসেন রোমেছ এর একুশে গ্রন্থমেলা ২০১৯ তে প্রকাশিত ‘তুই “নামক একক কাব্যগ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।আশির্বাদ করছি তার দীর্ঘায়ূতে বাংলাদেশের কাব্যাঙ্গনে সে যেন হয়ে উঠে সুনামার্জিত একজন প্রজ্জ্বলিত সাহিত্যের শিখা। --- এস এ শামীম কবি, সাংবাদিক ও কন্ঠশিল্পী সভাপতিঃ মনন সাহিত্য সংগঠন। অধ্যক্ষঃ মার্ক সঙ্গীত একাডেমী।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.