Header Ads

Header ADS

নৌকার আদলে তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম



রাজধানীর পূর্বাচলে নৌকার আদলে হচ্ছে দেশের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। নতুন হতে যাওয়া স্টেডিয়ামটি শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করা হতে পারে বলে জানা যায়।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটির নির্মাণকাজ আগামী তিন বছরের মধ্যেই সম্পন্ন করা হবে। বোর্ড মিটিং শেষে শনিবার এমন তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

৫০ হাজার দর্শক ধারণক্ষমতা সমপন্ন অত্যাধুনিক স্টেডিয়ামটি নির্মাণের জন্য ১০ লাখ টাকায় ৩৭.৪৯ একর জমিও বরাদ্দ পেয়ে গেছে বোর্ড।

ক্রিকেট বোর্ডের নিজস্ব খরচে তৈরি হবে এই স্টেডিয়ামটি উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, আমরা ৩৭.৪৯ একর জমি পেয়ে গেছি। শিগগিরই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নকশা ও পরামর্শের কাজ সম্পন্ন করা হবে। এরপর নির্মাণ কাজে হাত দেয়া হবে। আশা করছি, আগামী তিন বছরের মধ্যেই নির্মাণ শেষ হবে।

বিসিবি সভাপতি আরো জানিয়েছেন, স্টেডিয়ামটির সঙ্গে আধুনিক সব সুযোগ-সুবিধা সংযুক্ত থাকবে। ক্রিকেট একাডেমি, ইনডোর সুবিধা, জিমনেশিয়াম, সুইমিং পুলসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করা হবে। স্টেডিয়ামের পাশেই একটা পাঁচতারকা মানের হোটেল করার পরিকল্পনাও রয়েছে।

পাপন বলেন, হোটেল আমরা নিজেরা নির্মাণ না করলেও বিসিবির তত্ত্বাবধানেই রাখা হবে সেটি। তবে নির্ধারিত সময়ে মূল স্টেডিয়ামের কাজটা আগে শেষ করার ভাবনাই প্রাধান্য পাচ্ছে।







ঢাকার পূর্বাচলে ৩৭.৪৯ একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ স্টেডিয়াম। আগামী তিন বছরের মধ্যে তৈরি হবে নৌকা’র আদলে তৈরি স্টেডিয়ামটি।
শনিবার (২ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে স্টেডিয়াম তৈরির বিষয়ে বিস্তারিত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।





তিনি বলেন, আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি। সেজন্য বোর্ড মিটিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। আগামী তিন বছরের মধ্যে স্টেডিয়ামটি তৈরি হবে।
তিনি আরো বলেন, আমরা ঠিক করেছি এটার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। বেসিক্যালি ডিজাইন এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরে থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব। আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ করতে চাই।

বিসিবি সভাপতি আরও বলেন, স্টেডিয়ামটিতে দর্শক ধারণ ক্ষমতা হবে সর্বনিম্ন ৫০ হাজার। এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে। সাথে পাঁচ তারকা মানের একটা হোটেলও ওখানে চাচ্ছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.