Header Ads

Header ADS

অশোভন আচরণের প্রতিবাদে বাকৃবির ছাত্রীদের মানবন্ধন






বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কিছু ছাত্রের অশোভন আচরণের অভিযোগ এনে বিভিন্ন হলের ছাত্রীরা মানববন্ধন করেছেন।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের ছাত্রীরা অংশ নেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুননেছা মুজিব হলের সামনে ঐ মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি স্মারকলিপি দেন।

ছাত্রীদের অভিযোগ, গভীর রাতে মাঝেমধ্যে কিছু ছাত্র ছাত্রী হলের সামনে এসে অকারণে চিৎকার-চেঁচামেচি করে। ওই ছাত্ররা উচ্চস্বরে অশালীন গান, কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা অনেক ছাত্রীর নাম ধরে ডাকাডাকি করেন।

এসময় তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ছাত্রীদের এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের বেশ কিছু কর্মীকেও মানববন্ধনে অংশ নিতে দেখা গেছে।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৭৩ ছাত্রীর সই করা একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির বলেন, বিষয়টি এরইমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জেনেছে। শিগগির জড়িতদের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.