নীল আকাশ
নীল আকাশ
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন++++++++++++
মনের আকাশে এখন নীল জোছনা "
সুখ তারা নিয়েছে তোমার পিছু,
তুমি কি দেখছ আমায়,?
এই খোলা মাঠের শেষ ঠিকানায়।
আজ আকাশে নীল জোছনা
খেলা করছে ঐ পশ্চিমা বায়ু,
মনের আকাশটা অন্য কিছু আকছে
সবার দৃষ্টি শুধু তোমায় দেখছে।
তাই তোমার চাওয়াটা নিয়েছে পিছু।
দূর থেকে আজ আমি বড্ড ছোট
তুমি ঐ তারার মত ঝলকানো
আমাকে তাই যায়না কোথাও দেখা
আমি একার মাঝে লুকানো,
আজ আকাশে সন্ধ্যা তারা উঠেছিল
তোমার কথা মনে করানোর জন্য,
এখন আকাশে নীল জোছনা
কষ্টের ছায়া বুকে জমেছে তার,
চাঁদটা আজ নতুন রূপ নিয়েছে
তোমাকে সে নতুন সুর দিয়েছে
আমাকে দেয়নি কিছু ।
Very very nice poem
উত্তরমুছুন