Header Ads

Header ADS

আমি আপনি নিজেরাই দেশের অবস্থা পাল্টাতে পারি (সরকার আমাকে আপনাকে নিয়েই গড়ে উঠে, সরকার শুধু নেতারা নয়)

 আমরা প্রায় সবসময় বলে থাকি দেশের কিছু হবেনা। আমিও বলে থাকি। ;দেশে দুর্নীতিবাজ দিয়ে ভরে গেছে । দেশের কিছু হবেনা। সমাজের কিছু হবেনা। আমাদের জনগন নিজ দেশের ভালো বুঝেনা। রাজনীতি নোংড়ামি দিয়ে ভরে গেছে। আরো নানান সমস্যার কথা বলি।। আমরা কি কোনদিন চিন্তা করি,? রাজনীতিতে কারা আছে? সরকারের আমলা, মন্ত্রী, এসব কারা? জনগন কারা /? প্রতিটা সেক্টরে আমরাই জনগন ই মন্ত্রী নেতা, আমলা । আমরা চাইলেই নিজেদের মাঝে পরিবর্তন আনতে পারি ।
১)প্রতিটা প্রদক্ষিণ নিজের মনে করে নেয়া আমাদের সমাজে অনেক কাজ আছে। যা সমাজকে পাল্টাতে পারে। আমরা সেসব কাজ নিজের মনে করে কর্তব্য মনে করে করলেই পরিবর্তন আসবে সমাজে। আমরা যদি নিজে এলাকার রাস্তাঘাটে ময়লা না ফেলি। খোলা স্থানে, জনবহুল স্থানে সিগারেট না পান করি, আর শহর পরিস্কার রাখতে সাহায্য করি তাহলেই হয়। কে করেনা চিন্তা না করে নিজে করলেই হয়। প্রতিটা আমি মিলেই আমরা আর আমাদের সবাইকে মিলিয়ে আমাদের সমাজ
২) কোন কাজ ছোট নয়, ছোট কাজ বড় হয় আপনি নিজে ভাবছেন আমার একা ভাবলে লাভ কি? প্রতিটা এমন ছোট ছোট ভাবনা দেশ বদলায়। নেগেটিভ ভাবলে নেগেটিভ পজেটিভ ভাবনা থাকলে পজেটিভ। কারন ক্ষুদ্র ক্ষুদ্র আমিকে ঘিরেই সমাজের বিশাল পরিবর্তন হয়।
)
৩)দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন ঃ দেশে এই নাই সেই নাই। এসব বলে মাথা খারাপ না করে দেখে আসুন। আসলে কি নাই। কি আছে। নিজের মনকে কাজে লাগান। বিদেশে গেলে এই হয় সেই হয়। আসলে কি হয় জেনে দেখুন। আপনি দেশে নাগরীক। অন্য দেশে ৩য় শ্রেণীর লোক। অনেক দেশে আপনি শুধুই কাজের লোক। তাও আবার কোন মূল্যহীন কাজের লোক। তাই নিজের দেশে থাকুন। দেশের মেধা দেশেই রাখুন।
৪)জাতিগত বিভেদ ভুলে যান আমাদের দেশে এই বিভেদের কারনে জত সাম্প্রদায়িক মারামারি হয়ে থাকে। রাজনীতির প্রধান তাসের তুরুপ এই সাম্প্রদায়িক বিভেদ। তাই আপনার নিজেকে পাল্টাতে হবে। নিজে পাল্টাতে পারলে দেশ ভালো থাকবে।

৪) নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন আপনার অধিকার সম্পর্কে সচেতন হোন। আপনি দেশের কাছে কি কি ভোগ করতে পারেন। জানি দেশ উন্নত নয়। আমাদের চিকিৎসা, শিক্ষা তেমন উন্নত নয়। তাই বলে এতোটা অনুন্নত ও নয় যে আপনাকে বেসরকারি ক্লিনিক, হাসপাতালে গিয়ে চিকিৎসার নামে সব টাকা খরচ করতে হবে। শিক্ষিত নাগরীক হিসেবে নিজেকে গড়ে তুলুন। আপনি দেশের নাগরিক, আপনি কেন সেবা পাবেননা সেটা জানার হক্ক আছে আপনার? সেটা জানতে চান। সচেতন নাগরিক হওয়া আর ভোটাধিকার সব সব কিছুই আপনার জন্য জানতে হবে আপনাকে। আর জানাতে হবে আপনার ভাইকে।

৫)আপনার নাগরিক কর্তব্য সম্পর্কে সচেতন হোন আপনার কর্তব্য পালন ই আপনার অধিকার পেতে সাহায্য করবে। তাই আপনি শিক্ষত হয়ে আপনার কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে নিন। আপনি দেশের শাসন নির্বাহ না করলেও তার অনেক কাজ আপনার জানা থাকা দরকার। আপনার রাষ্ট্র থেকে আপনি কি পাচ্ছেন? কেন পাচ্ছেন না। জেনে তার প্রতিকার করুন।


৬) ধর্মগত জাতিগত বিভেদ ভুলে একতা গড়ে তুলুন, নিজেদের একতাই পারে দেশের সমস্যা দূর করতে , আমাদের সমাজে মানুষ ধর্মীয় বিভেদ মানে না। আমি এমন অনেক উদাহরণ নিজ চোখে দেখেছি। তার পরেও আমাদের কিছু কথা, উরন্ত নিউজ, আর রাজনীতি বলে আমাদের মাঝে কোন মিত্রতা নাই। আমরা এই সব খালি নিউজ, খুব বিশ্বাস করি। আমাদের উচিত এইসব চিলে কান নিয়েছে নিউজ না দেখে। সামাজিক ঐক্য গড়ে তোলা। নিজেদের সাম্প্রদায়িক মনকে প্রসারিত করে ভাষাগত মনকে প্রসারিত করা।
আর সমাজে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা। আমরা যেখানে বাংগালি সম্প্রদায় হিসেবে পরিচিতি পাবো। আমাদের মাঝে কোন ধর্মের বিভেদ থাকবেনা। সকল ধর্মের মানুষ এক পরিচয়ে জাতি গড়ে তুলবে। সবার পরিচয় হবে এক বাংলাদেশি।



৭) স্বপ্ন হতে হবে বড়, উপরে উঠার আশা থাকবে প্রাণে আমি একা কিছুই করতে পারবোনা। এই ভাবনা যতো তারাতারি দূর করবো। তত তারাতারি আমরা একটা সামাজিক ঐক্য গড়তে পারবো। আমি পারিনা। একা কি করবো? এক কি করা যায়? এই প্রশ্ন আমাদের পিছিয়ে রাখে। একত্র হয়ে কাজ করতে দেয় না। আমরা ভাবিনা একা, ২একা ১০একা নাগরিক মিলেই হাজার লোক হবে। তারপর আর আমরা একা থাকবো না। তবে কোন একা লোককেই শুরু করতে হবে। তারপর আরো লোক একসাথে হবে। ভাবনাকে পাল্টাও দেশ পাল্টে যাবে।



৮)প্রশ্ন করতে শিখো, প্রশ্ন করার যোগ্যতা অর্জন কর তুমি দেশের সেবা কেন পাচ্ছোনা? কি কি সেবা পাওয়ার অধিকার আছে?
কি কি উন্নয়নের দরকার ছিলো? কেন হচ্ছে না? তোমার কর্তব্য কি? কিভাবে তা পালন করবে? সব প্রশ্ন কর।।

৯)সঠিক উত্তর খুঁজে বের কর তুমি কি কি করতে পারো? তার উত্তর নিজের ভিতর থেকেই বের কর। তোমার কর্তব্য কি? উত্তর জেনে কাজে লেগে যাও। বড় কাজ না পারো রাস্তা হতে একটা ময়লা সরানোর মাধ্যমে শুরু কর।


১০)তুমি শুরু কর, তোমাকে দেখে আরো ১০০মানুষ ভালো কাজ শুরু করবে তুমি বাল্য বিবাহ বন্ধ কর। যৌতুক একটা মরন ব্যাধি তুমি এটা নিও না। তুমি ড্রাইভিং শিখে গাড়ি চালাও, তুমি কর পরিশোধ কর। বে আইনি কাজ করোনা। গাছ কাটা বন্ধ কর। এটাই দেশে সবার মাঝে ছড়িয়ে যাবে


১১)নিজে ভালো কাজ শুরু কর। আর এই কাজকে সবার মাঝে প্রসারিত কর। একজন, একজন করেই লোক বৃৃদ্ধি পাবে। আস্তে আস্তে তোমার ভালো কাজ সবার ভালো লাগবে, সবাই করার ইচ্ছা জাগাবে।


12)সবসময় পজেটিভ চিন্তা করুন ভালো চিন্তা দিয়ে নিজেকে ঘিরে রাখুন। খারাপ চিন্তা নিজের মন থেকে দূরে রাখুন। খারাপ চিন্তা দিয়ে মন মানসিকতাকে পূর্ণ করে রাখবেন না। মন্দ চিন্তা, আশাহীনতা এসব মনে ধারন করে রাখবেন না।ভালো চিন্তা আর পরিশ্রমী চিন্তা দিয়ে নিজেকে ঘিরে রাখুন।



১৩)দেশ সম্পর্কে ভালো চিন্তা করুন। দেশকে ভালোবাসুন। আমাদের মাঝেই রাজনেতা শুয়ে আছে। আমাদের মাঝেই আমলা, মন্ত্রী,। নেতা কোন ভিন্ন প্রাণী নয়। তারাও আমাদের মতো জনগন। তাই নিজেকে জনগন ভাবতে শিখুন। আর নিজের দেশকে ভালোবাসুন। ভালোবাসা শ্রদ্ধাবোধ থেকেই দেশের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করতে মনে চাইবে। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ ই বড় আকার নিবে। সবাই মিলে দেশ গড়ার যে আশা সেটা পুরন হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.