প্রশ্ন
প্রশ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
প্রশ্ন
**********
তুমি নিজের গান বাজাতেই মোবাইল কিনেছ।
তবে হেডফোনটা আমার কানে কেন??
তুমি তোমার কথা প্রচার করতেই "
দাড়ালে নির্বাচনে "
তবে আমাকে কেন বানালে সভাপতি??
তুমি নিজের মুখখানা টিভিতে দেখাবে '
তাই টিভি চ্যানেল খুলেছ।
আমাকে তবে কেন রাখলে?
তুমি ফেসবুকের গ্রুপ খোলেছ।
নিজের মন্তব্য প্রচার করবে "
নিজের মতবাদ প্রচার করবে।
তবে আমাকে সংযুক্ত করলে কোন কাজে?
তুমি সংবাদ পত্র খুলেছ
অনামে "বেনামে তোমার লেখাই প্রকাশ কর।
আমি তবে কেন???
তোমার যা কিছু আছে '
সেটা তুমিই ভোগ কর।
তবে আমাকে কেন দেখাও??
আমি কি তোমার মত লোভী??
সত্যকে তুমি স্বীকার করোনি '
তোষামোদ করা তোমার রক্তে আছে।
তুমি ছলনাময়ী হতে পারো "
তবে আমি কেন পারি না বলতে?
সব কিছু তুমিই ভোগ কর।
তাতে কিছু আসে না '
তবে আমার স্বাধীনতায় হাত '!!
মুখে কেন দিলে তালা '?
কলমের কালি বন্ধ কেন কর??
বার বার কেন পথরোধ কর??
বার বার কেন ছলনার মায়া দেখাও??
তোমারি তো সব "
আমার আছে কি??
আমি তবে কেন?
কোন মন্তব্য নেই